September 19, 2024, 7:30 am


সামি

Published:
2020-04-16 13:14:06 BdST

কুমিল্লায় অভিনব পন্থায় ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ


নিউজ ডেস্ক 

নজরুল (ছদ্মনাম) নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা। করোনার কারণে ঘরে বসে থাকতে হচ্ছে তাকে। অনটনের কথা কাউকে বলতে পারছেন না, চেয়ে নিতে পারছেন না সহযোগিতা। সম্প্রতি লোক লজ্জা ভুলে ছাত্রলীগের দেয়া একটি নম্বরে কল দিয়ে গোপনে পেয়েছেন খাদ্য সামগ্রী।

এমনিভাবে গোপনে সহায়তা দিচ্ছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা।

জেলার ৭টি উপজেলায় পর্যায়ক্রমে মোবাইল ফোনের মাধ্যমে জেনে সহযোগিতা করছেন তারা। 

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেল জানান, ‘ দেশ ও জাতির সকল সংকটময় মুহূর্তে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। তেমনি করোনা মহামারীতে দরিদ্রদের পাশে থাকছে ছাত্রলীগ।"

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বলেন, "অনেকে লজ্জায় কোথাও সহযোগিতার জন্য যেতে পারেন না। ফোন পেয়ে আমরা তাদের সহযোগিতা দিয়ে আসি। সেখানে ফটোসেশন করা হয়না।"

তিনি আরো জানান, "কুমিল্লা উত্তর জেলার সবকয়টি উপজেলাকে আমরা 'হ্যালো ছাত্রলীগ' নামক এই সেবার আওতায় আনার চেষ্টা করছি।

কুমিল্লা উত্তর জেলার লোকজন কল করলে মিলবে 'হ্যালো ছাত্রলীগ’র সহযোগিতা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা