April 20, 2024, 7:41 am


সামি

Published:
2020-05-29 02:15:41 BdST

বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার রাজধানীর টিকাটুলিতে মধ্যবিত্তদের ঘরে পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা পরশ


মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় ধারাবাহিকভাবে গোপনীয়তা রক্ষা করে মধ্যবিত্তদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রাজধানীর টিকাটুলিতে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পরশ রহমান রাফসানজানী। 

তিনি জানান, "বাংলাদেশ ছাত্রলীগ সেই প্রথম থেকেই করোনা মহামারী প্রতিরোধে প্রথম থেকেই শুরু করে নানা সচেতনামূলক কাজ এবং জীবানুনাশক সামগ্রী বিতরণ।"

পরশ রহমান রাফসানজানী এফটি টীমকে বলেন, "পরবর্তীতে নিম্নশ্রেণী, দিনমজুর, দরিদ্র পরিবারদের মাঝে ত্রান বিতরণ, শ্রমিক সংকটে কৃষকের ধান কাটায় এবং করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনেও বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে।"

"গোটা দেশ লকডাউনে থাকায় কিছুদিন বাদে মধ্যবিত্তদের মাঝে আর্থিক সমস্যা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যর নির্দেশনায় সমস্যায়-সংকটে রয়েছে এমন মধ্যবিত্ত পরিবার চিহ্নিত করে সংকটের শুরু থেকেই পর্যায়ক্রমে তাদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি।"

"বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আহবানে করোনার সংকটে দেশের সকল শ্রেনীপেশার মানুষের পাশে থাকবে।"

তিনি আশাবাদ ব্যক্ত করে এফটি টীমকে বলেন, "ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।"

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা