April 26, 2024, 5:35 pm


সিয়াম হক

Published:
2020-06-06 19:12:28 BdST

মানিকগঞ্জে অবৈধ টোল আদায়ের দায়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪


মানিকগঞ্জ পৌর এলাকায় মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে পরিবহন থেকে টোল আদায়ের ঘটনায় অবশেষে ইজারাদার যুবলীগ নেতা সুমন খন্দকার ও তার তিন সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।

এ প্রসঙ্গে মামলার বাদী এসআই তারেক পারভেজ জানান, গত ২৪ এপ্রিল ইজারার মেয়াদ শেষ হয়েছে। ওই ইজারাদার অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীন ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে চাঁদা/টোল আদায় অব্যাহত রেখেছেন।

এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ২টি রশিদ বইসহ নগদ টাকাও উদ্ধার করা হয়। এনিয়ে দৈনিক যুগান্তরে ৫ জুন সংবাদ প্রকাশিত হয়।

এব্যপারে পুলিশের ডিএসবির এএসপি হামিদুর রহমান সিদ্দিকী জানান, মেয়াদ শেষ হওয়ার পরও ইজারাদার অবৈধ ভাবে মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীরে ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের বিষয়টি পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দৃষ্টি গোচর হলে দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার জরিনা কলেজের মোড়, বাসষ্ট্যান্ড, দুধবাজার ও গঙ্গাধর পট্টির (পুলিশ ফাঁড়ি) সামনে ও মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে টোল আদায় করতে ছিল ওই ইজারাদার ও তার সহযোগীরা।

পৌরসভার হিসেব মতে, গত বছরের পয়লা বৈশাখ থেকে ১৪২৬ বাংলা সালের জন্য ৩০ চৈত্র পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকায় সুমন খন্দকার অভ্যন্তরীন ট্রাক লোড আনলোড ও টোল আদায়ের কার্যাদেশ পান।

গত ৩০ চৈত্র ওই ইজারাদারের টোল আদায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর ১ মাস ২২ দিন ধরে অবৈধ ভাবে টোল আদায় অব্যাহত রেখেছেন তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা