March 19, 2024, 1:52 pm


সামি

Published:
2020-08-09 20:23:23 BdST

বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মালিকরা


বেসরকারি হাসপাতালের মালিকদের সঙ্গে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে বেসরকারি হাসপাতালের মালিক পক্ষের লোকজন এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন এবং হাসপাতালে অভিযান নিয়ে আলোচনা হয়। এ সময় বেসরকারি হাসপাতালের মালিকরা তীব্র ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করেন।

উত্তপ্ত পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে বেসরকারি হাসপাতালের অন্যতম নেতা আনোয়ার খান মডার্নের মালিক আনোয়ার খান এমপি এরকম অবস্থা থাকলে হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে আইনপ্রয়োগকারী সংস্থা বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালায়। এই সমস্ত হাসপাতালগুলোর অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জনমনে অসন্তোষ তৈরি হয়। বেসরকারি হাসপাতালগুলোর অনুরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়।

সেখানে তারা অনুরোধ করে যে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো যাবে না। 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা