September 20, 2024, 4:43 am


সামিউর রহমান লিপু

Published:
2020-08-15 17:38:55 BdST

জিয়ার জন্য তদবির করেছিলেন তোফায়েল


সাম্প্রতিক সময়ে পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছিলেন। 

তিনি বলেছিলেন, এত বড় সংগঠন এত নেতা থাকতে জাতির পিতার লাশ কেন পড়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। একটা প্রতিবাদ হলো না কেন এটা তাকে বিস্মিত করে। 

এনিয়ে অনুসন্ধান, বিশ্লেষণ এবং গবেষণা করে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।  

পঁচাত্তরের ১৫ আগস্টের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন উপ সেনা প্রধান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন যে, জিয়াউর রহমান সেনাবাহীনিতে নানা রকম উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এ কারণেই জিয়াউর রহমানকে চুয়াত্তরের শেষদিকে রাষ্ট্রদূত হিসেবে বিদেশে বদলি করা হয়েছিল। 

এই বদলি হলে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা কমে যেত এবং শফিউল্লাহর সঙ্গে জিয়াউর রহমানের দ্বন্দ্বের অবসান ঘটতো। 

কিন্তু জিয়াউর রহমানের এই বদলি আদেশের পর জাতির পিতার কাছে এই বদলি আদেশ বাতিলের জন্য যারা তদবির করেছিলেন তাদের অন্যতম ছিলেন, তোফায়েল আহেমদ। 

ড. ফরাশ উদ্দীন আহমেদের সাম্প্রতিক একটি সাক্ষাৎকার থেকে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। মূলত তোফায়েল আহমেদের তদবিরের কারণেই বঙ্গবন্ধু শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। জিয়াউর রহমানের ওই বদলির আদেশ বাতিল করা হয়েছিল। 

যদি জিয়াউর রহমান বিদেশে রাষ্ট্রদূত হয়ে যেতেন, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। 

কেন তোফায়েল আহমেদ সেই তদবির করেছিলেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা