March 28, 2024, 10:38 pm


বিশেষ প্রতিবেদক

Published:
2020-10-13 02:02:33 BdST

ওয়াসার চেয়ারম্যান হলেন ড. গোলাম মোস্তফা


ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী ড. গোলাম মোস্তফাকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৯ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদ সরকার মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এর আগে ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া প্রকৌশলী গোলাম মোস্তফা ১৯৫৩ সালে ঝিনাইদহের শৈলকূপায় জন্মগ্রহণ করেন। তিনি একজন পুরকৌশলী। সেতু হাইড্রোলজীর উপরে উচ্চতর গবেষণার মাধ্যমে তিনি ১৯৮১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে বিদেশে বিভিন্ন সাময়িকী ও পত্রপত্রিকায় তার ৭০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রকৌশলী গোলাম মোস্তফা উপদেষ্টা প্রকৌশলী হিসেবে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের স্টাফ কনসালট্যান্ট হিসেবে দীর্ঘ কর্মজীবন কাটিয়ে বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

তার দুই সন্তান। স্ত্রী প্রফেসর ড. দিল আফরোজা বেগম বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা