April 20, 2024, 3:57 am


বিশেষ প্রতিবেদক

Published:
2020-11-01 19:19:46 BdST

বিধি লংঘনের দায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী চাকরিচ্যুত


চাকরিবিধি লংঘনের দায়ে আখতারুজ্জামান খান নামে এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তিনি অধিদপ্তরে প্রজেকশনিস্ট পদে কর্মরত ছিলেন।

অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন) মোঃ হেমায়েত হোসেন সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। 

আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালার ৩-এর (খ) ও (গ) মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কারন দর্শানোর নোটিশ জারি করে। এই নোটিশের জবাব না দেয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে। 

পরবর্তীতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। উক্ত তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব পেশ করে তদন্ত কমিটি।

বিধি অনুযায়ী তাকে পুনরায় কারন দর্শানোর নোটিশ জারি করা হয়। সেটিরও জবাব দেননি  আখতারুজ্জামান। 

তদন্ত প্রতিবেদন ও অন্যান রেকর্ড পর্যালোচনা করে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আখতারুজ্জামান খানকে চাকরিবিধি ২০১৮-এর বিধি ৪(৩) (খ) মোতাবেক বাধ্যতামূলক অবসর দেয়ার জন্য গত বুধবার এক আদেশ জারি করা হয়।  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা