April 25, 2024, 9:42 am


বিশেষ প্রতিবেদক

Published:
2020-11-02 20:36:58 BdST

১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মুখ্য সচিব


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গত জানুয়ারি মাসে দয়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি জানুয়ারিতে তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ‍

কিন্তু সরকারের নীতিনির্ধারকরা বলছেন, তার চাকরির মেয়াদ আরো ১ বছর বাড়ানো হবে। এ ব্যাপারে নীতিনির্ধারক মহল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গত এক বছরে অত্যান্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে ভলোভাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করোনা সংক্রমণের সময় মুখ্য সচিব হিসেবে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়কে নেতৃত্বের জায়গায় নিয়ে গেছেন। এছাড়া সকল কার্যালয়ের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

একজন সৎ, মেধাবী ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি অল্প সময়ের মধ্যে সর্বমহলে প্রশংসিত এবং আলোচিত হয়েছেন।

আর এ কারণেই তাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা