September 20, 2024, 10:06 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2020-12-08 03:18:32 BdST

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মত প্রকাশ করা উচিত: তথ্যসচিব


মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হলেও মত প্রকাশের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব খাজা মিয়া।

আজ সোমবার, ৭ ডিসেম্বর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ আহ্বান জানান।

তথ্যসচিব বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তারা যাতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তথ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, ‘বিশ্বায়নের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা জনসংযোগ কর্মকর্তাদের অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক গুজব মোকাবিলায় তথ্য অধিদফতরকে সক্ষমতা অর্জন করতে হবে। গণমাধ্যমকে সরকারের বন্ধু উল্লেখ করে তথ্যসচিব এ সময় সঠিক তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।’ 

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার  মোঃ শাহেনুর মিয়া বক্তৃতা করেন। এ সময় অধিদফতরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা