September 20, 2024, 9:59 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2020-12-09 03:40:29 BdST

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে জাতীয় সাংবাদিক সোসাইটির বিদায়ী সংবর্ধনা


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জাতীয় সাংবাদিক সোসাইটি।

৬ বছর চাকরির চুক্তির মেয়াদ আগামী ১০ ডিসেম্বর শেষ হতে যাওয়ার কারণে বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদকে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সম্মাননা জানানো হয়।

জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড এম এ মজিদের নেতৃত্বে সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. এড শিব্বির আহমদ, মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এবং যুগ্ম-মহাসচিব নিখিল চক্রবর্তী এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদানের পর ঘন্টাব্যাপী এক আলাপচারিতায় জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এড. এম এ মজিদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদকে সাংবাদিকদের বিভিন্ন গঠন ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য তাকে সাংবাদিকবান্ধব চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করে সাংবাদিকদের জন্য তার বিভিন্ন কর্মকাণ্ড, অবদান ও দিকনির্দেশনার বিষয়গুলো তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।

বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে তার দীর্ঘ ৬ বছরের চাকুরী জীবনে সাংবাদিকমহল বিশেষ করে গ্রামীন পর্যায়ের সাংবাদিকদের জন্য তিনি দেশে ও বিদেশে যেসব কাজ করে গেছেন তা বিষদভাবে বর্ণনা করেন।

তিনি আরো জানান, ভবিষ্যতে সাংবাদিকদের যেকোন কল্যাণমূলক কাজে তার হাত প্রসারিত ও তার দ্বার সব সময়ের জন্য খোলা থাকবে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে তার সুদীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনকালে যারা তাকে সহযোগিতা করেছেন এবং এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা