September 20, 2024, 10:05 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2020-12-29 20:58:41 BdST

মীর কাসেমের ২৫ মিলিয়ন ডলার পাচারের তথ্য চেয়ে দুদকের চিঠি


যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর যুক্তরাষ্ট্রে ২৫ মিলিয়ন ডলার পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গতকাল সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে কমিশন। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড কার্যকর হওয়া মীর কাসেম আলীর মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করা সেই ২৫ মিলিয়ন ডলার দেশে ফেরাতে তৎপর হয়েছে দুদক।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে অর্থ পাচারের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে কমিশন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা