April 25, 2024, 6:22 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-01-24 00:59:14 BdST

শিবচর পৌরসভা নির্বাচনে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আওলাদ হোসেন খান


আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আওলাদ হোসেন খান।

জাতীয় সংসদের চীফ হুইপ এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপি আওলাদ হোসেন খানের হাতে নৌকা মার্কা তুলে দেন।

গত ১৯ জানুয়ারী পঞ্চম ধাপে শিবচর পৌরসভা সহ দেশের ৩১ পৌরসভার সাধারন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

তফসিল মোতাবেক আগামী ২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ ও ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

এই নির্বাচনে ৯ টি কেন্দ্রের ৪৮ টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ১৭ হাজার ৯শ ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে এফটি টীমকে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ।

এদিকে, আওলাদ হোসেন খানের মনোনয়ন প্রাপ্তিতে শিবচরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবচরের এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রতি। 

'দি ফিন্যান্স টুডে' নিউজ পোর্টাল এবং 'দি ইনভেস্টর' পত্রিকার সম্পাদক মোঃ মতিউর রহমান আওলাদ হোসেন খানের এই মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি আশা পোষণ করেন যে আওলাদ হোসেন খানের নেতৃত্বে শিবচর হবে একটি আধুনিক শহর।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা