April 19, 2024, 7:03 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-04-30 16:13:21 BdST

হেফাজতের তাণ্ডব: ভার্চুয়াল উসকানিদাতারাও আইনের আওতায় আসছে


হেফাজতে তাণ্ডবে যারা ফেসবুক-ইউটিউবসহ অন্যান্য ভার্চুয়াল মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।

আর এ কাজে শুধু হেফাজতে ইসলামের নেতাকর্মীরাই নয়, বিএনপি এবং জামায়াত-শিবিরের কোনো কোনো নেতার যোগসাজশ পাওয়া গেছে। হেফাজতের অন্তত সাতটি মামলায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। যাদের বিরুদ্ধেই তথ্য পাওয়া যাচ্ছে তাদের সবাইকেই নজরদারিতে রাখা হয়েছে।

পর্যায়ক্রমে সবাইকেই আইনের আওতায় আনা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

এদিকে ডিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হেফাজতের ২৩ কেন্দ্রীয় ও মহানগর নেতাসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে ডিবি। এদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মুহূর্তে বেশ কয়েকজন হেফাজত নেতা ডিবির রিমান্ডে আছেন। 

এর আগে ২০১৩ সালে নাশকতার ঘটনায় যাদের রিমান্ডে নেয়া হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন যারা রিমান্ডে আছেন তাদের ২০১৩ সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, নতুন-পুরাতন মিলিয়ে ঢাকায় হেফাজত নেতাকর্মীদের ৬৮টি মামলা রয়েছে। এসবের মধ্যে ২০১৩ সালে ৫৩টি, ২০২০ সালে ৩টি এবং চলতি বছর ১২টি মামলা হয়। ৬৮টি মামলার মধ্যে এ পর্যন্ত চারটিতে (২০১৩ সালের) চার্জশিট দেয়া হয়েছে। বাকি সব মামলাই তদন্তাধীন।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা