April 19, 2024, 5:57 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-05-05 08:46:18 BdST

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের মূল হোতা গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের ভাদুঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২৬ এবং ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় যে তান্ডব চালানো হয়েছিল, বঙ্গবন্ধুর মুর‍্যাল ভাংচুর করা হয়েছিল সেই সব তাণ্ডবের মূল হোতা হিসেবে মনে করা হতো কাসেমীকে।

ঐ ঘটনার আগেরদিন সারাদেশে তাণ্ডব চালানোর জন্য কাসেমী বৈঠক করেন এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে এই তাণ্ডব চালিয়েছিলেন।

শুধু এই ঘটনাই নয়, আব্দুর রহিম কাসেমী এর আগেও বহু অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়।

পুলিশ জানায়, আবদুর রহিম কাসেমী ২০১৬ সালে ও গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনার ‘মূল হোতা’ এবং তাণ্ডবের ঘটনায় ‘প্রত্যক্ষভাবে জড়িত’ ছিল। সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র–শিক্ষককে নিয়ে ব্যাপক সহিংসতা চালিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়াবাসীরা বলতো  যে কাসেমীকে গ্রেফতার না করলে ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের বিচার হবে না। সেই কাসেমীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

তিনি জেলার কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব ছিলেন। এর আগে গত বছরের ১ ডিসেম্বর তাঁকে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিবসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা