May 9, 2024, 4:53 am


নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

Published:
2022-06-06 07:28:34 BdST

শতবর্ষী ভোলা মাস্টারের বাড়ী দখলের চেষ্টারাজবাড়ীতে নারীর উপর হামলার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন


রাজবাড়ী শহরের শতবর্ষের উর্ধকালীন একটি ঐতিহ্যবাহী পরিবারের বাড়ি যা এলাকায় ভোলা মাস্টারের বাড়ি নামে পরিচিত।

বিগত ২রা জুন প্রকাশ্য দিবালোকে একদল দুবৃর্ত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ ছড়িয়ে ঐ বাড়িটিতে হামলা চালায়। উক্ত হামলায় রক্ষা পায়নি বাড়ির নারী ও শিশুরা।

কিন্তু পরিবারের অভিযোগ, ধর্মীয় অনুভুতির আড়ালে ঐতিহ্যবাহী বাড়ীটি দখল করাই ছিল হামলাকারীদের মুল উদ্দ্যেশ্য।

ন্যাক্কারজনক এই হামলা, নারীর প্রতি অসম্মান এবং শ্লীলতাহানীর প্রতিবাদে আজ সকালে রাজবাড়ী মহিলা পরিষদ প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন, বিক্ষোভ করে।

বিক্ষোভ শেষে তারা একটি স্বারক লিপি পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের হাতে তুলে দেয়।

স্বারক লিপিতে জমি সংক্রান্ত বিষয় বাদে ও পরিবারের পুরুষ সদস্য বাদে নারী সদস্যদের শারিরিক ভাবে লাঞ্চনা, হুমকিধামকি, তাদের গায়ের পোশাক ছিড়ে ফেলাকে নারীর প্রতি অসম্মান করা হয়েছে বলে উল্লেখ করে এর সুষ্ঠু  বিচার দাবী করা হয়।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তাদের বক্তব্য শুনে কার্যকর ব্যবস্থার আশ্বাস দেন।

মানব বন্ধনে এ সময় বক্তব্য রাখেন নির্যাতিত পরিবারের সদস্য তনুশ্রী ঘোষ, মহিলা পরিষদের বালিয়াকান্দী শাখার সভাপতি বাসন্তী সান্যাল, কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক  সম্পাদক দেবাহুতি চক্রবর্তী, সাধারন সম্পাদক ক্রিষ্টিনা মারিও প্রমুখ।

উল্লেখ্য এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজবাড়ীর সর্বস্তরের মানুষ ফুসে উঠেছে।বিভিন্ন সামাজিক সংগঠন, রাজবাড়ীর সুশীল সমাজ বিভিন্ন কর্মসুচী দিয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা