April 25, 2024, 6:46 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2022-11-29 08:15:31 BdST

সাংবাদিক সাইদ আহমেদের বিরুদ্ধে মামলায় ডিআরইউ'র উদ্বেগ


ঢাকা রিপোর্টার্স ইউনিট‘র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদের বিরুদ্ধে মামলা করায় গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

গত ৩১ অক্টোবর ‘ঋণের নামে হাতিয়েছে ১০ হাজার কোটি টাকা! আরেক হলমার্ক নোমান গ্রুপ, একই সম্পত্তির একাধিক দলিল, হাইকোর্টে যাচ্ছে দুদকের নথি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব।

তারই সূত্র ধরে গত ২৩ নভেম্বর বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফি উদ্দিনের আদালতে মামলা দায়ের করে নোমান গ্রুপ। দন্ডবিধির ৫০০ ধারায় দায়েরকৃত মামলায় ২ হাজার কোটি টাকার মানহানি হওয়ার অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে ইনকিলাব সম্পাদক ও বিশেষ প্রতিবেদক সাঈদ আহমেদকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

সাঈদ আহমেদ বলেন, তিনি তথ্য প্রমান নিয়ে রিপোর্ট করেছেন। হয়রানি করতেই মূলত নোমান গ্রুপ এ মামলাটি করেছে।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, তথ্য প্রমাণসহ সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সংক্ষুদ্ধ যে কেউ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের প্রায় এক মাস পরে আদালতে গিয়ে মামলা দায়ের পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।

তাই অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিআরইউ নেতৃবৃন্দ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা