May 18, 2024, 10:07 pm


শরীয়তপুর প্রতিনিধি

Published:
2023-06-19 16:17:50 BdST

ঈদুল আজহা শরীয়তপুর-চাঁদপুর রুটে যুক্ত হচ্ছে আরও দুটি ফেরি


ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ও কাঁচামালবাহী পরিবহন দ্রুত নদী পারাপারের সুবিধার্থে শরীয়তপুর-চাঁদপুর ঘাটে আনা হয়েছে আরও দুটি ফেরি। ঈদে এই রুটে মোট সাতটি ফেরি চলাচল করবে।

রোববার (১৮ জুন) সকাল ৭টার দিকে ফেরি কস্তুরী এসে ট্রাফিকে যুক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে আগামী ২৪ জুন বড় ফেরি ডা. গোলাম মাওলা ঘাটে এসে পৌঁছাবে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর, ইব্রাহীমপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী, কাঁচামালবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদে পারাপার করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে যেকোনো পশুবাহী যানবাহনকে সর্বোচ্চ ১-২ ঘণ্টার মধ্যে শরীয়তপুর থেকে চাঁদপুর ফেরিঘাট পারাপারের ব্যবস্থা থাকবে। আজ একটি ফেরি ঘাটে এসে সংযুক্ত হয়েছে। আগামী ২৪ তারিখে রো রো ফেরিটি আসবে। এবার ঈদে যানবাহন পারাপারে কোনো ভোগান্তি হবে না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা