May 18, 2024, 10:07 pm


নেহাল আহমেদ

Published:
2023-07-29 03:36:09 BdST

রাজবাড়ীতে দোলনচাঁপার বর্ষবরণ


ভরা শ্রাবণে বৃষ্টির দেখা নেই। ধরণী কি বন্ধ্যা হয়ে যাচ্ছে?

বর্ষার গান, গল্প ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে 'দোলনচাঁপা সাংস্কৃতিক সংগঠণ।’

শনিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে দলীয় পরিবেশনা ‘আজি ঝরঝর মুখর বাদর-দিনে’ গানটি বর্ষার আমেজ নিয়ে আসে। তারপর একের পর এক গান ও কবিতা পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদীপা। বক্তব্য দেন সালাম তাসির মশাররফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি সালাম তাসির, কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, নজরুল সংগীত শিল্পী শাহিনুর বেগম এবং কবি নেহাল আহমেদ।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠান সংগঠনের পরিচালক শ্যামা রানী দে এবং তপন দেকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শেষ হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা