স্পোর্টস ডেস্ক
Published:2023-09-17 22:55:31 BdST
এশিয়া কাপ ফাইনাল১২ রানে ৫ উইকেট হারালো শ্রীলঙ্কা, এক ওভারে ৪ শিকার সিরাজের
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের ফাইনাল। শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলা। টসভাগ্যও লঙ্কানদের পক্ষে। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে স্বাগতিক দল, পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে।
শ্রীলঙ্কা ১২ রান তুলতে হারিয়ে বসেছে ৫ উইকেট। এর মধ্যে মোহাম্মদ সিরাজ এক ওভারেই নিয়েছেন ৪টি।
অথচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই কি কাল হলো?প্রথম ওভারে আঘাত হেনেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)।
নিজের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে এসে তিনি দেখিয়েছেন ভয়ংকর রূপ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে (৪ বলে ২) রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। পরের বলে চারিথ আসালাঙ্কাকে (০) কভারে ক্যাচ দিতে বাধ্য করেন।হ্যাটট্রিক ডেলিভারিটি অবশ্য বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু পরিস্থিতি বুঝতে না পেরে যেন বড় ভুল হয়ে গেলো তার। পরের বলে শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া (২ বলে ৪)। ওই ওভারে ৪ উইকেট নেন সিরাজ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.