May 3, 2024, 6:24 am


অনলাইন ডেস্ক:

Published:
2023-11-14 16:53:03 BdST

কমল ৮৩ হাজার টাকা হজের খরচ


আগামী বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর সর্বোচ্চ ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এক সংবাদ সম্মেলনে বেসরকারিভাবে দুইটি হজ প্যাকেজ ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, আগামী বছর ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য গত ২ নভেম্বর দুইটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ পড়বে নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা