May 3, 2024, 5:10 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-11-15 10:12:46 BdST

সকালেই ইসি'র সংবাদ সম্মেলনতফসিলের তারিখ জানা যাবে আজ


নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর বিকেলে কমিশন সভা শেষে টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোটের প্রস্তুতিতে আগেই রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুসারে ভোটার তালিকা হাল নাগাদ, সীমানা পুনঃনির্ধারন, অংশীজনদের সঙ্গে সংলাপ, ব্যালট বাদে ভোটের বাকি সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে দেয়াসহ সব কাজ সেরেছে নির্ধারিত সময়ে।

রেওয়াজ অনুযায়ী ৯ নভেম্বর বঙ্গভবনে ভোটের সবশেষ প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছে কমিশন। এখন কেবল বাকি তফসিল ঘোষণার।

ইসি সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণা উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সেখানেই জানানো হবে কবে, কখন, কিভাবে তফসিল দেয়া হবে। এরপর বিকেল ৫টায় কমিশনের বৈঠক হবে। পরে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

গত ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসি প্রথমবারের মতো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে; কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে যাচ্ছে। ৭ জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

এ ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘কমিশন সভা ও তফসিল ঘোষণা কমিশনের এখতিয়ার। বুধবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।’

চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার তাগিদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা