May 15, 2024, 10:29 pm


দ্য ফিন্যান্স টু’ডের রিপোর্ট:

Published:
2023-11-16 19:33:21 BdST

অভিযোগের তীর প্রকৌশলী আবদুল্লাহ হিল বাকির দিকেগৃহায়নের কনকচাঁপা প্রকল্প নিম্নমানের কাজের অভিযোগ


দ্য ফিন্যান্স টু’ডের রিপোর্ট:
ঢাকার মোহাম্মদপুরে ৩ একর যায়গা জুড়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কনকচাঁপা ও দোলনচাঁপা নামে ২টি প্রকল্পে ৪শত কোটি টাকা খরচ করে ৪৩০টি ফ্লাট নির্মানে প্রকল্প গ্রহন করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর মধ্যে কনক চাঁপার ২৭৭টি ফ্লাটের নির্মান খরচ প্রায় ২৫০ কোটি টাকা। উক্ত প্রকল্পটি নিম্নমানের নির্মান কাজের কারনে ঝুঁকির মধ্যে রয়েছে। দোলনচাঁপা প্রকল্পটির ফ্লাট সরকারী কর্মকর্তাদের মধে বরাদ্দ থাকার কারনে এর কাজের মান কনকচাঁপার চেয়ে মানসম্মত হয়েছে বলে একাধিক ভূক্তভোগী দাবী করেছে।
মোহাম্মদপুর নূরজাহান রোডের কনকচাঁপার প্রকল্পের ৪টি ভবনের তদারকি দায়িত্বে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা ডিভিশন-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ হিল বাকি। প্রকৌশলী ও ঠিকাদার মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে। উক্ত সিন্ডিকেটর কারনে গ্রাহকরা কাজের মানের ব্যাপারে প্রতিবাদ করে কোন সুফল পাচ্ছে না। অভিযোগে বলা হয় যে ভবন গুলোর পাইলিং এক লাইনে বা সোজা হয়ে হওয়ার কথা থাকলেও নকশা অনুযায়ী পাইলিং করা হচ্ছে না। পাইলিং এর টাইবিম ২৮ ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা হয়েছে ৩২,৩৪,৩৫,ও ৪০ ইঞ্চি এজন্য পাইল এর জোর কমে যাবে এবং ভবনগুলো ভেঙ্গে পড়ার সঙ্কা দেখা দিয়েছে । নির্মান কাজে নকশা ত্রুটি হলে তা হবে আত্বঘাতী। আবদুল্লাহ হিল বাকি ও ঠিকাদার সিন্ডিকেট করে যৌথভাবে সমস্ত কাজ করেন বলে একাধিক গ্রাহক অভিযোগ করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ হলো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের ভিতরে ফ্লাট কেনা-বেচার যে একটি সিন্ডিকেট রয়েছে প্রকৌশলী আবদুল্লাহ হিল বাকি ঐ গ্রুপ এর সক্রিয় সদস্য । অনেক গ্রাহক হতাশা প্রকাশ করে বলেন ফ্লাট বিক্রি করে দেওয়া ছাড়া তাদের আর কোন উপায় নেই । নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন অনেক আশা নিয়ে সরকারী প্রকল্প থেকে ফ্লাট বুকিং দিয়েছি কিন্তু কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারনে আমরা মানসম্মত একটি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি । গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন আহম্মেদ এ নিকট এ বিষয়ে জানতে চেয়ে দ্য ফিন্যান্স টু’ডের পক্ষ থেকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা