April 29, 2024, 2:24 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2023-12-12 17:05:54 BdST

রাজবাড়ীতে ৩০০ বছরের পুরানো জমিদার বাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন


রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাড়ে ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি ও মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । জেলা নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি মনিরুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদৎ হোসেন, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, নাগরিক কমিটির সদস্য এ্যাড. মাহবুব রহমান, কবি নেহাল আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।

এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দির বহরপুরে অবস্থিত তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি একদল কুচক্রী মহল দখল করার পায়তারা করে আসছে। বাড়িতে বসবাসকারী বাসিন্দারা আতংকের মধ্যে দিনযাপন করছেন। এসময় বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান তারা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা