April 29, 2024, 4:51 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-12-15 13:13:59 BdST

বরিশাল-৪ আসনে পঙ্কজ বহাল, শাম্মী বাতিল


আপিলে টিকে গেলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল করেন নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। কিন্তু বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ রিটার্নিং অফিসারের নিকট আবেদন করলে, রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করে।

রিটার্নিং অফিসারের ওই আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছিল।

অবশেষে, বর্ণিত আপিল শুনানি শেষে আজ নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত জানান দিলেন।বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য হিসেবে টিকে গেলেন পঙ্কজ দেবনাথ ।

বাছাইয়ে আগেই বাদ পড়া নৌকার প্রার্থী শাম্মী আহমেদ আর দাঁড়াতে পারলেন না, বাদ-ই রয়ে গেলেন।

উল্লেখ্য, হলফনামায় তথ্য গোপনের অভিযোগের বিষয়ে আপিল শুনানির নির্ধারিত দিন নির্ধারণ থাকলেও আপিল শুনানিটি পেন্ডিং রাখে কমিশন। আজ শুক্রবার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে করা ওই আপিল আবেদন শুনানির রায় রায় জানালো ইসি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা