May 15, 2024, 7:58 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-12-15 14:17:36 BdST

নির্বাচনে দায়িত্বে থাকবেন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট


আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের নির্বাচনী এলাকায় দায় দায়িত্বে থাকবেন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আসছে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচনের আগের দুইদিন, ৭ই জানুয়ারি ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিনসহ মোট পাঁচদিন তারা দায়িত্ব পালন করবেন।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এই আদেশ জারি করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে কোন নির্বাচনী এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা এই আদেশে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ৫ দিনের জন্য The Representation of the People Order, 1972 (PO 155 of 1972) এর Article 89A এ উল্লিখিত Article 73 (2B), Article 74 (24) (3), (4), (5). (6). Article 78, Article 79, Article 80, Article 81 (1) এবং Article 82 এর অধীন নির্বাচনি অপরাধসমূহ The Code of Criminal Procedure, 1898 এর section 190 এর sub-section (1) এর অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের নির্মিত The Representation of the People Order, 1972 (P. 0 155 of 1972 ) এর Article 89A প্রদত্ত ক্ষমতাবলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত ৬৫৩ (ছয়শত তিপ্পান্ন) জন সদস্যকে মনোনয়ন প্রদানপূর্বক নির্বাচন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে অফিস আদেশটি ম্যানশন করা হয়েছে। উক্ত আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, মহানগর দায়রা বরাবরে এবং সকল জেলা ও দায়রা জজ অনুলিপি পাঠানো হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা