May 3, 2024, 2:08 am


আদি ঢাকা ডেস্ক:

Published:
2024-03-03 12:00:54 BdST

গোলাম আলী সরদার


গোলাম আলী সরদার ১৯০৪ সালে সূত্রাপুরের ২৭ নং আলমগঞ্জ লেনে জন্ম গ্রহণ করেন । বাবা হাশেম আলী একজন পঞ্চায়েত সরদার ছিলেন । সদরঘাটের ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন থেকে তিনি এ্যান্ট্রান্স, জগন্নাথ কলেজ থেকে আই,এ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষে অখ- ভারতের ইস্ট বেঙ্গঁল শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬০ সালে উক্ত প্রতিষ্ঠান হতে অবসর গ্রহণ করেন । ১৯৪২ মতান্তরে ১৯৪৩ সালে নবাব খাজা হাবীবুল্লাহ কর্তৃক পাগড়ি পরিধান করেন এবং ফরিদাবাদ, আলমগঞ্জ ও মিলব্যারাক মহল্লা পঞ্চায়েতের সরদার নিযুক্ত হন । সেসময় তিনি এলাকার রাস্তা-ঘাট, বিদ্যালয়, মসজিদ ইত্যাদি সংস্কার সহ জনকণ্যানমূলক অসংখ্য কাজ করেন । গোলাম আলী সরদার পাক-ভারত বিভক্ত হওয়ার পরে পূর্ব বাংলার এই অংশে রেডক্রস সোসাইটির কর্মকাণ্ডে পঞ্চায়েত সদস্যদের সম্পৃক্ত করেন এবং স্থানীয় পুনর্বাসন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তিনি ঢাকার আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন । ২য় বিশ্বযুদ্ধের সময় লিয়েনে তিনি নবম বেঙ্গল সিভিল পাইওনিয়ার কোর্সের মেজর পদে ৩০ ডিসেম্বর ১৯৪২ থেকে ৪ ডিসেম্বর ১৯৪৫ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন । খেলাধুলার ক্ষেত্রেও তিনি পিছিয়ে ছিলেন না । একজন সুদক্ষ ব্যাডমিন্টন ও টেনিস খেলোয়ার হিসেবে তাঁর বেশ খ্যাতি ছিল। গোলাম আলী সরদার ছিলেন মতি সরদারের একমাত্র জামাতা । ৪ পুত্র ও ২ কন্যার জনক । ২ জুন ১৯৭১ সালে তিনি পরলোক গমন করেন এবং ফরিদাবাদ পঞ্চায়েত কবরস্থানে চিরশায়িত হন ।
তথ্যসূত্র : ঢাকা কেন্দ্র
প্রতিবেদক :- সালাহউদ্দিন মিঠু

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা