ফিন্যান্স টুডে রিপোর্ট:
Published:2024-03-31 17:59:01 BdST
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
৩১ মার্চ, রবিবার মতিঝিলস্থ শাপলা চত্বরের পাশে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সামনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত খাদ্যসামগ্রী উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ হামিদুল আলম সখা এবং সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের জয়েন ডিরেক্টর মো. দেলোয়ার হেসেন।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয়।সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফ-উল-আলম ব্যাকুল।
কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এবং রূপালী ব্যাংক ইউনিটের আহবায়ক মরিয়ম খানম বিশেষভাবে দায়িত্ব পালন করেছেন।
মরিয়ম খানম বলেন," জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ ইফতার পার্টি নয়, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করুন। " সেই নির্দেশ মেনেই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আজকের এই আয়োজন।
এছাড়া অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজরব খন্দকার, আবু সোলায়মান, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার,সাধারণ সম্পাদক মো. আব্দুর রায়হান সহ সকল ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.