May 1, 2024, 11:33 pm


বিশেষ প্রতিবেদক:

Published:
2024-04-06 19:14:24 BdST

শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডা: মো: সেলিম এর নাম ঘোষনা


বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতভাবে  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবচর উপজেলায় ডা: মো: সেলিমকে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘোষনা দেন।বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ শিবচর  সংসদীয় আসনের সাংসদ জ‍াতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ডা: মো: সেলিম শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। ছাত্র জীবন থেকেই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ডা: মো: সেলিম বঙ্গঁবন্ধুর আদর্শের রাজনীতির একজন একনিষ্ঠ কর্মী বান্ধব ত্যাগী নেতা। তার পরিবার এবং আত্মীয়-স্বজন সকলেই শিবচরের আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিবচরের মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সাংসদ চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ডা: মো: সেলিম। তার অস্থিমজ্জায় বঙ্গঁবন্ধুর রাজনীতি তাই তিনি মহান পেশা চিকিৎসা এর সরকারী চাকুরী থেকে অব্যাহতি নিয়ে সরাসরি বঙ্গঁবন্ধুর রাজনীতির সাথে সম্পৃক্ত হন। শিবচরের রাজনীতিতে সেলিমের অবদান অনস্বীকার্য ।শিবচর বাসীর প্রত্যাশা আসন্ন নির্বাচনে জনগনের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ডা: মো: সেলিম চিফ হুইপ উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তার হাতকে আরো শক্তিশালী করবে।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আতাহার বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা সিদ্দিকা মুন্নীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য যে আতাহার বেপারী বর্তমান মেয়াদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছে এবং  আয়েশা সিদ্দিকা মুন্নী মাদারীপুর জেলা পরিষদের সফল সদস্য‍া ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা