November 11, 2024, 1:38 pm


শাফিন আহমেদ

Published:
2024-05-15 11:37:27 BdST

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গাড়ি পার্কিং করা যাবে না : ডিএমপি কমিশনার


ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে আন্তঃজেলার বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.