July 27, 2024, 8:51 am


শাফিন আহমেদ

Published:
2024-05-27 13:42:27 BdST

বুয়েটের আইডব্লিউএফএম আয়োজিত এলজিইডির প্রকৌশলীদের জন্যজলবায়ু সহিষ্ণু আবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলীদের জলবায়ু সহিষ্ণু অবকাঠমো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, ডিজাইন ও বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ডেটা ডাউনলোডিং, প্রক্রিয়াকরণ, ও বিশ্লেষণে সার্মথ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৫ মে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আব্দুল হাকিম ও ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী, বুয়েট-আইডব্লিউএফএম এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদ হুসেন, প্রশিক্ষণ কোর্সের কোর্স-পরিচালক প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা