July 27, 2024, 9:35 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-05-30 08:51:06 BdST

শাহজালালে প্রায় ২ কেজি স্বর্ণসহ আটক কেবিন ক্রু


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৯শ’ ৬৮ গ্রাম স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশি এক কেবিন ক্রুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক কেবিন ক্রু’র নাম রোকেয়া খাতুন (৪০)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। 

গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে আটকের সময় তার দেহ তল্লাশী চালিয়ে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৯শ’ ৬৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি টাকা। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসবি-৮০৪ নম্বরের ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় পৌঁছে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। 

গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) বিমানবন্দরের কাস্টমস গ্রীন চ্যানেল এলাকায় এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

এই ব্যাপারে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা