July 2, 2024, 4:18 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-06-29 18:24:50 BdST

দ্বিতীয় দফায় ইরানর প্রেসিডেন্ট নির্বাচন গড়াল


শুক্রবার অনুষ্ঠিত ইরানর প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় ইরানর প্রেসিডেন্ট নির্বাচন গড়াল ।ইরানের নির্বাচন কমিশন স্থানীয় সংবাদমাধ্যম গুলোকে এই খবর জানিয়েছে।
২ কোটি ৫০ লাখের বেশি ভোট গণনার পর দেখা গেছে, সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখের বেশি ভোট।
দেশটিত নির্বাচনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান তবে, ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে, সেদিনই দুই সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে আবারো ভোটের লড়াই হবে।
জালিলি এবং পেজেশকিয়ান ছাড়া অপর দুই প্রার্থী হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মোস্তফা পুরমোহাম্মদি। তারা দুজনই কট্টরপন্থী।
১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হলে গত শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ খালি হওয়ার ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা