July 6, 2024, 11:15 pm


মোস্তফা কামাল আকন্দ

Published:
2024-07-03 19:48:03 BdST

”প্রবীণ সেবা পদক-২০২৪” প্রদান


প্রবীণ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ (পাচঁ) জন সেবাদানকারী সন্তানকে “প্রবীণ সেবা পদক-২০২৪” প্রদান করা হয়েছে।

গত ২৯ জুন,২০২৪ তারিখ দেশে এই প্রথম ড.রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন ( ডিআরপি ফাউন্ডেশন) প্রশিকা ভবনে এই পদক, সম্মাননা পত্র ও চেক প্রদান করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনিতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, এনজিও ব্যুরো’র মহাপরিচালক সাইদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, প্রবীণ অধিকার মঞ্চের সভাপতি মেজর জেনারেল (অব জীবন কানই দাস এবং ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.রাধেশ্যাম সরকার।

পদকপ্রাপ্তরা হলেন-

নাজরানা ইয়াসমিন হীরা, যিনি ১০১ বছর বয়সী শ্বাশুরীকে সার্বক্ষনিক সেবা যত্ন করে এলাকায় দৃষ্টান্ত স্থপন করেছেন।

সেলিনা আক্তার, তার ৮৭ বৎসর বয়সী মাকে ৮ বছর পর্যন্ত সেবা করছেন। তার মা রওশান আরা আলঝাইমার রোগে ভুগতেছেন।

অমল কুমার সাহা, তার ৮৬ বছর বয়সী বাবাকে এবং নুরুন নাহার তার ৯৬ বছর বয়সী শাশুড়ীকে সেবা যত্ন করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জনাব ইয়াসি আরাফাত চাকুরী থেকে ইস্তেফা দিয়ে নড়াইলে তার ৮০ বছরের মাকে সেবা যত্ন করেছেন।

ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.রাধেশ্যাম সরকার বলেন, ‘কিছু অমানুষ, পাষান্ড, কুসন্তান আছে যারা তার বৃদ্ধ মা-বাবাকে সেবা-যত্ন করে না বরং অবহেলা, দুর্ব্যবহার, নির্যাতন করে রাস্তায় ফেলে আসে। সেই সকল সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় কিন্তু যে সকল সন্তানেরা জীবনের সবটুকু দিয়ে বাবা-মা ও প্রবীণদের সেবা-যত্ন ও দেখভালে ব্যস্ত থেকে অনন্য দৃষ্টান্ত স্থপন করেছেন সেই সমস্ত সুর্য্যসন্তানদের খবর গণমাধ্যমে বেশী বেশী আসা উচিত।

তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে পিতা-মাতার ও প্রবীণদের সম্মান মর্যাদা ও সেবাযত্নে উৎসাহিত ও অনুপ্রানীত করার জন্য ”প্রবীণ সেবা পদক” প্রদানের সিদ্ধান্ত গ্রহীত হয়।

ড. রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন সরকারের সোসাইটি আইনে নিবন্ধিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা