September 8, 2024, 8:01 am


অনলাইন ডেস্ক:

Published:
2024-07-15 11:12:25 BdST

ট্রেনে ভয়ংকর হয়ে উঠছে যাত্রীবেশী দুর্বৃত্তরা


রেলযাত্রা নিরাপদ হিসেবেই বেছে নিয়ে ছিলাম।সিলেটে যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী হাবিবুর রহমান। কিন্তু তার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। সম্প্রতি ট্রেনে বাড়ি যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্রসহ ব্যাগ চুরি হয়ে যায় তার। পুলিশের কাছে অভিযোগ দিলেও আজও সেই ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার হয়নি। হাবিবুর রহমান বলেন, আমি চাকরির কারণে ঢাকায় থাকি। প্রায়ই ট্রেনে করে গ্রামের বাড়িতে যাতায়াত করি। বেশ কিছু দিন থেকে রেলযাত্রায় নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আছি। কারণ চলন্ত অবস্থায় ট্রেনের ভেতর চুরি, ছিনতাইসহ ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হচ্ছে। দুর্বৃত্তরা যাত্রীবেশে ট্রেনে উঠে ভয়ংকর রূপ নিচ্ছে।
সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক মনে করা হয় রেলযাত্রাকে। যথাসময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাবে বলে মানুষ রেলকে বেছে নিচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় নিরাপদ রেলযাত্রা হয়ে উঠেছে আতঙ্কের বিষয়। চলন্ত ট্রেনে ধর্ষণ, নারীদের উত্ত্যক্ত, ছিনতাই ও অজ্ঞানপার্টির দৌরাত্ম্য ও ডাকাতি বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতার আতঙ্কে রয়েছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা দিতে রেল পুলিশের (জিআরপি) পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) থাকলেও তৎপরতা নেই তাদের। যাত্রীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও আশানুরূপ পদক্ষেপ নেয়নি রেল কর্তৃপক্ষ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা