September 18, 2024, 10:26 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-05 21:49:18 BdST

মাশরাফীর বাড়িতে আগুন, পুড়ছে সাকিবের পার্টি অফিস


শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফী। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফী ছিলেন নীরব। এনিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি। আজ সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। মাশরাফীর ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় বললেন, কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।

মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।

এদিকে, আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তাঁর রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা