নিজস্ব প্রতিবেদক
Published:2024-08-08 19:29:17 BdST
পরিবহন পুলে প্রস্তুত ২২ গাড়ি
পরিবহন পুল থেকে মোট ২২টি গাড়ি প্রস্তুত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এসব গাড়ি পাঠাতে বলা হয়েছে।
পরিবহন পুল সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রধান উপদেষ্টার জন্য রয়েছে বিএমডব্লিউ মডেলের একটি গাড়ি। আর ২১টি গাড়ি পাঠানো হয়েছে অন্যান্য উপদেষ্টাদের জন্য। এগুলো টয়োটার ক্যামরি মডেলের গাড়ি।
এক কর্মকর্তা জানান, তবে সবগুলো গাড়িই যে উপদেষ্টাদের লাগবে তা নয়। পাঁচটি গাড়ি বাড়তি পাঠানো হয়েছে যাতে কোনও গাড়িতে কোনও কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে রিপ্লেস করা যায় সেজন্য। গাড়ির চালক ও প্রয়োজনীয় তেলও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.