September 18, 2024, 10:15 am


সামিউর রহমান

Published:
2024-09-03 06:00:43 BdST

বন্যাকবলিত মানুষের পাশে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং


সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং- এর সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন বন্যার্তদের জন্য অনুদান দিয়েছেন।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্যায় আক্রান্ত লাখো মানুষের আপদকালীন দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ভাঙ্গন ও  ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। লাখো পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অবকাঠামো এবং বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই সংকটে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদানের অর্থ খাদ্য, পরিষ্কার পানি, চিকিৎসা সহায়তা এবং সাময়িক আশ্রয় প্রদানসহ অন্যান্য জরুরি সেবায় ব্যয় করা হবে।

দুর্যোগ মোকাবিলায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি তাদের সকল কর্মকর্তা কর্মচারী এই মানবিক সমর্থন করায় প্রতিষ্ঠানটি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একইসঙ্গে কোম্পানিটি বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে অন্যান্য প্রতিষ্ঠান, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন ও জীবিকা পুনর্গঠনে ভূমিকা রাখা সম্ভব বলে তারা মনে করে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা