September 18, 2024, 7:07 pm


এফ টি রিপোর্ট:

Published:
2024-09-14 12:22:29 BdST

এলজিইডির ক্রিলিক আয়োজিতম্যানেজমেন্ট অব কম্প্রিহেনসিভ ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণের উদ্বোধন


১৪ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত ম্যানেজমেন্ট অব কম্প্রিহেনসিভ ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক ডাইরেক্টর মোঃ আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডক্টর ডান বুম (Dr Daan Boom) ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ বান্দা হাফিজ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের জলবায়ু বিশেষজ্ঞ এন্টোনিও এরিনাস (Anthonyo Aranus)। প্রশিক্ষণে এলজিইডির ২৮জন বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী অংশগ্রহণ করে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা