September 18, 2024, 7:07 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-09-14 21:41:16 BdST

স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপর হামলা, আহত অর্ধশত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির ২ শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

শনিবার দিনব্যাপী উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় ভার্সিটির ক্যাম্পাসে ঘটে এই সংঘর্ষের ঘটনা। গুরুতর আহতরা হলেন পিয়ন আলম হোসেন, আইন বিভাগের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি, আরমিন সহ অন্যান্যরা।

সরেজমিনে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাশ শেষে আইন, সিএসসি ও ফার্মেসী বিভাগের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এসময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ও আইন বিভাগের সাথে কথা কাটাকাটি হয়। এসময় পাশে থাকা ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগের শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে শুরু করে। পরে দুই বিভাগের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

পরে ফের ৮ তারিখে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। পরে আইন বিভাগের ক্লাশ বন্ধ করে দেয় ভার্সিটি কর্তৃপক্ষ।

গত ৭ দিন অনলাইনে ক্লাশ করার পর বিষয়টির সমাধানের কথা বলে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আইন বিভাগ অফলাইনে ক্লাশ করতে ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

পরে বিষয়টি সমাধানের কথা বলে ভিসি ডা. চৌধুরী মফিজুর রহমান আইন বিভাগের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচারের নামে তিরস্কার করেন। পরে এখান থেকে বিজয় ভবনে ফেরার পথে গেইট আটকে দেয় ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

এক পর্যায়ে শিক্ষকদের আশ্বাসে আইন বিভাগের শিক্ষার্থীরা বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালায় ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। এতে দফায় দফায় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থীরা।

এভাবে বার বার হামলার ঘটনায় ক্যাম্পাসে এই মুহুর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সন্তানের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরাও।

এসব বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার (সাবেক বিগ্রেডিয়ার) জিয়াউল হক জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সুষ্ঠ সমাধান করা হবে।
এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা