December 5, 2024, 6:22 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-11-30 04:17:44 BdST

রামপুরায় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ


ঢাকার রামপুরা এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আল আমিন (৩৬) নামে একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, মাদক কারবারি ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে মোল্লা শাকিব ও আল আমিনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আল আমিনের খালাতো ভাই মাসুদ রানার দাবি, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।

তিনি বলেন, “সন্ধ্যায় আল আমিনসহ আমরা কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

অবশ্য পুলিশ কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, “আল আমিন আগে যুবলীগের কর্মী ছিল। তার নামে দুটি হত্যা মামলা রয়েছে।’

জানা যায়, গত চার-পাঁচ দিন আগেও একবার রামপুরা কুঞ্জবন এলাকায় আল আমিন ও মোল্লা সাকিবের সঙ্গে মাদক কারবারি ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেসময় কয়েকজন আহত হওয়ারও ঘটনা রয়েছে। ওই ঘটনায় রামপুরা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। একই ঘটনার জেরে শুক্রবার আবারও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.