কূটনৈতিক প্রতিবেদক
Published:2025-03-06 01:57:47 BdST
লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার (৪ মার্চ) স্থগিতাদেশ প্রত্যাহার করে। বুধবার (৫ মার্চ) লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—১. প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে। ২. ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।
লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের দেশটিতে না যাওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।
এর পরিপ্রেক্ষিতে গত বছর ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
ওই সময় থেকেই ৭ মাস লেবাননে কর্মী যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশ থেকে সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। বৈরুতের এই প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.