March 9, 2025, 7:05 pm


এফ টি রিপোর্ট

Published:
2025-03-08 14:46:53 BdST

পুলিশের দায়িত্বে নিরাপত্তাকর্মীরা গ্রেফতারের ক্ষমতাও থাকবেঃ ডিএমপি কমিশনার


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষ্যে রাজধানীর আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা ‍‍`অক্সিলারি পুলিশ ফোর্স‍‍` হিসেবে কাজ করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিরা যখন তারাবি পড়তে বের হন, তখন দুই ঘণ্টার মতো সময় লাগে। এই সময়ে রাজধানীর অনেক সড়কই জনশূন্য থাকে। এ সময়ে যেসব দোকানি মসজিদে যাবেন, নিজের দোকানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আর কিছুদিন পরেই সবাই পরিবারকে গ্রামে পাঠানো শুরু করবেন। সেসময় নিজ নিজ বাসার নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবেন। আমরা পাশে আছি।

তিনি আরো বলেন, ঢাকা মেগা সিটি। সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়ায় নানা সমস্যা এই শহরে রয়েছে। প্রতিদিন লাখো মানুষ ঢাকায় আসে, আবার লাখো মানুষ শহর ছেড়ে চলে যায়। তবে ইদানিং খুন ডাকাতির মতো বড় অপরাধ খুবই কম। বিগত বছরের পরিসংখ্যান ও বিশ্বের অন্যান্য বড় শহরের চিত্র দেখলে এটি বোঝা যাবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মুহাম্মদ ডিসি তালেবুর রহমান প্রমুখ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.