March 9, 2025, 6:44 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-03-08 22:52:19 BdST

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম


ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ৪ (২) ধারা অনুযায়ী ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে তিনি এই পদে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আমি বদ্ধপরিকর। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

রিয়াজুল ইসলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি। গত বছরের ২৪ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়। তিনি বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) সভাপতিও ছিলেন। গত ৪ঠা মার্চ ওই কমিটি বিলুপ্ত করে বিএনপি।

অপর আদেশে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) পদে চুক্তিতে নিয়োগ পাওয়া রিয়াজুল ইসলামের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ২৬ অক্টোবর তাকে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে, চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পাওয়া মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ৪ এপ্রিল তাকে চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.