নিজস্ব প্রতিবেদক
Published:2025-03-25 00:40:51 BdST
ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা
ঢাকায় একদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে।
সোমবার (২৪ মার্চ) ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন সদস্যের প্রতিনিধি দলসহ আজ রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। রাত ১০টায় তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.