April 25, 2025, 8:40 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-04-24 18:24:15 BdST

বন্ধ শ্রমবাজার দ্রুত চালুর দাবি বায়রার


মালয়েশিয়া, আরব আমিরাত, ওমানসহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই আহ্বান জানান।

বক্তারা বলেন বর্তমানে বেশিরভাগ কর্মী যাচ্ছে শুধু একটি দেশ, সৌদি আরবে। বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোন সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবিও জানান বায়রার সদস্যরা।

উল্লেখ্য যে, সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের যোগসাজশে মালয়েশিয়ার শ্রম বাজারে চরম অরাজকতা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন। একেকজন বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। তাদের কারণে গরীব অসহায় মানুষ ভিটে-মাটি বিক্রি করে ফকির হয়েছে।

গত বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.