নিজস্ব প্রতিবেদক
Published:2025-08-30 20:17:39 BdST
আশুলিয়ায় সাবেক এমপির নামে শ্লোগান দিয়ে ফ্যাক্টরি দখলের চেষ্টা
সাভারের আশুলিয়ায় সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে জামগড়া এলাকায় ফ্যাক্টরি দখলে পায়তারার অভিযোগ উঠেছে।
আজ শনিবার দুপুরে ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই মহড়া দেয়া হয়। এসময় এলাকজুড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, হঠাৎ করে প্রায় দেড়শ মোটরসাইকেল নিয়ে জিরাবো থেকে বিশ কিলোমিটার দূরে জামগড়ায় 'দি রোজ ফ্যাক্টরি'র সামনে ডাক্তার সালাউদ্দিন বাবুর নামে জিরাবোর রনি, রান, লিটন ও মামুন চৌধুরী নেতৃত্বে "বাবু ভাই বাবু ভাই " শ্লোগান দিতে থাকে। আরো বলতে থাকে "বাবু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই"। বিএনপির কোন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান ছাড়াই বাবুর নামে শ্লোগান দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি দখলের পায়তারায় এই মহড়া দেয়া হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।
মোটরবাইকে আগত অধিকাংশই এলাকার বাইরের বহিরাগত লোকজন বলে জানান বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরতরা। তাদের দেড় ঘন্টার শোডাউনে প্রধান সড়ক সহ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মোটরসাইকেলে শোডাউন করে বাবু ভাইয়ের নামে স্লোগানটি মূলত আশুলিয়া জিরাবোতে জুট ব্যবসাকে দখলে নেয়ার মহড়া বলে জানিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।
তিনি বলেন, আজ এই এলাকায় বিএনপির কোন প্রোগ্রাম ছিলো না। ডাক্তার সালাউদ্দিন বাবু এখানে আসার কোন কথাও ছিলো না। তার নাম ভাঙ্গিয়ে যারা শোডাউন করেছে তাদের উদ্দেশ্য ছিলো ফ্যাক্টরি দখল করা। এতে বাবুর সুনাম শুধু ক্ষুন্ন হয়নি, বিএনপির বড় ধরনের ক্ষতিও হয়েছে। এভাবে চলতে থাকলে বিএনপির সমর্থনে ধস নামবে।
এই বিষয়ে জানতে চেয়ে ডাক্তার সালাউদ্দিন বাবুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.