শাহীন আবদুল বারী
Published:2025-10-24 15:07:48 BdST
সিলেট-৩ আসনে বড় ভাইয়ের প্রতিচ্ছবি ড. ফয়েজ উদ্দিন
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই গত ১৭টি বছর বিএনপির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তিনি পতিত স্বৈরশাসকের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নিকট শতশত চিঠি লিখেছেন। তিনি এই মূল্যবান কাজে দায়িত্ব পালনের কারণে ১৭ বছর মাতৃভূমিতে ফিরতে পারেননি। পরিবার পরিজনের চেয়ে দলকে গুরুত্ব দিয়েছেন। সম্মান দেখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সব কিছুর ঊর্ধ্বে, দলের স্বার্থে কাজ করতে গিয়ে কাটিয়েছেন নির্ঘুম রাত।
চিঠি চালাচালিই ছিলো তাঁর নেশা। উদ্দেশ্য একটাই, সেটি হলো দলকে ভালোবাসা এবং দলের নেতাকর্মীদের স্বার্থ রক্ষা। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতবার কারাগারে গিয়েছেন, ততবারই তিনি চিঠি চালাচালি করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন জেলহাজতে ছিলেন ড. ফয়েজ তখন দেশনেত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার বিষয়ে বিশ্ব দরবারে শতশত চিঠি লিখে জানান দিয়েছেন। যেটি অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। তাঁর বড় ভাই অধ্যাপক ডা. আলাউদ্দিন সিলেটবাসীর কাছে জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। বড় ভাইয়ের আদর্শকেই বুকে লালন করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই।
২০০৪ সালে সিলেটে ভয়াবহ বন্যার সময় চারদলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায়। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ত্রান-সামগ্রী নিয়ে এলাকায় ছুটে যান ডা. আলাউদ্দিন। সেদিন খালেদা জিয়া তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান জননেতা এম সাইফুর রহমানকে ডেকে বলেছিলেন, আপনি এই মুহূর্তে অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিনকে খবর দিয়ে জানিয়ে দেন, বন্যার্ত মানুষের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে যাওয়ার জন্য। নেত্রীর নির্দেশ অনুযায়ী অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিন সেদিন দ্রুততম সময়ের মধ্যে সিলেট চলে আসেন। তিনি বন্যা দুর্গত এলাকায় ৮/১০ দিন অবস্থান করে বন্যার্ত মানুষের মাঝে চাল-ডাল-শুকনো খাবার, মোমবাতি, ম্যাচ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেন। একই সাথে তিনি সহ তাঁর ছাত্র ডাক্তারদের সমন্বয়ে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে বন্যার পানিতে নানা রোগে আক্রান্ত হওয়া মানুষদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। যা সিলেটবাসী আজও ভুলতে পারেনি। তারা এখনো খুঁজে বেরান ডা. আলাউদ্দিনকে। তাঁর প্রতিচ্ছবি হিসেবে সিলেট-৩ আসনের ভোটাররা বেছে নিয়েছেন তারই ছোট ভাই ড. ফয়েজ উদ্দিন এমবিই কে।
সিলেটবাসী জানান, ২০০৬ সালে আবারো নেত্রীর নির্দেশে অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিন ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম নিয়ে এসে প্রত্যেকটি ইউনিয়নে সপ্তাহে একদিন করে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন এবং রোগীদের মধ্যে ফ্রি ওষুধ বিতরণ করেন। এভাবে নিরলস জনসেবা করে অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিন সিলেট-৩ আসনের জনগণের অন্তরের অন্তস্থলে স্থান করে নিয়েছিলেন।পরবর্তীতে তিনি মারা গেলে দেশনেত্রী অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিন এর স্থলে তাঁর ছোট ভাই, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষাবিদ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইকে ২০১৪ সালের নির্বাচনে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সেই অনুযায়ী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন সিলেট-৩ আসনের প্রতিটি ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
ড. ফয়েজ উদ্দিন এর সমর্থকেরা জানান, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেট-৩ আসনের ৩টি উপজেলার প্রতিটি হাট-বাজার ও উপজেলা সদরসমুহে দুই দফা মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া ২২ অক্টোবরের মধ্যে দ্বিতীয় দফা প্রচারণা শেষ হয়ে গেছে। ২৩ অক্টোবর থেকে তৃতীয় দফা প্রচারণা শুরু হয়েছে। উঠান বৈঠক, পথসভার কার্যক্রমও চলছে। সাথে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ, বিলবোর্ড, ফেস্টুন লাগানো ও পোস্টার সাঁটানোও চলছে।
সিলেট-৩ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী ড. ফয়েজ উদ্দিন বলেন, ১৭ বছর ধরে দেশের বাইরে থেকে সিলেটবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আর তাদের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। একটি সুন্দর, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও দুর্বৃত্ত পরায়ণতামুক্ত বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সিলেট-৩ আসনের জন্য কাজ করতে চাই।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মেধা ও যোগ্যতার বিচারে তালিকায় এগিয়ে আছেন ড.মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। কারণ হচ্ছে, তিনি দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি।
সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষ তার ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে হিতে বিপরীত হয়েছে ড. ফয়েজের। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা। ড. ফয়েজ উদ্দিনের জনপ্রিয়তা এবং বিনয়ী আচরণের কারণে তাঁর সমর্থকেরা দাবি জানিয়েছেন, বিএনপি ড. ফয়েজকে মনোনয়ন দিলে সিলেট-৩ আসনে জয়লাভ করবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
