October 31, 2025, 3:00 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2025-10-30 23:09:14 BdST

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই: রিজভী


জুলাই জাতীয় সনদ ২০২৫ এ বিএনপির স্বাক্ষরিত কোন পাতা নেই। অথচ অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা প্রদানকালে এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, “আমরা এখানে কোনো মিছিল-মিটিং করতে আসিনি, ভোট চাইতেও আসিনি। এটি একটি রাজনৈতিক দলের সামাজিক দায়বদ্ধতা থেকে করা উদ্যোগ। তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশেই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকি।”

তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশ এক ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধী কণ্ঠরোধের আমল— আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই ভয়াবহ সময় থেকে বেরিয়ে এসেছি। অথচ এমন সময়ে এই ঘটনাটি খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।

তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে—মানুষ তা বিশ্বাস করতে পারছে না।

বিএনপির এই পোড় খাওয়া রাজনীতিবিদ আরও বলেন, “জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে; যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এর মধ্যে বলা হয়েছে, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা, যা আমাদের সংবিধানের এককক্ষ বিশিষ্ট সংসদের সঙ্গে সাংঘর্ষিক। এসব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।”

তিনি প্রশ্ন রাখেন, “যদি বলা হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ পার্লামেন্টে পেশের পর ২৭০ দিনের মধ্যে পাশ না হলে তা অটোপাশ হবে, তাহলে এত আলোচনা, গণভোট, নির্বাচন, এসবের প্রয়োজন কী? পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এমন নজির নেই। এটি এককেন্দ্রিক, একদলীয়, কর্তৃত্ববাদী রাষ্ট্রে হতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে নয়।”

তিনি আরও বলেন, “যে দেশের তরুণরা আবু সাঈদ, শুভ, ওয়াসিম, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে অর্জিত জনগণের ঐক্যের ভিত্তিতে এমন ভেজাল ও প্রতারণামূলক জুলাই সনদ গ্রহণযোগ্য নয়।"

এসময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিঞা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, এবং সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশিদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.