November 5, 2025, 11:46 pm


সামিউর রহমান লিপু

Published:
2025-11-05 22:14:27 BdST

ক্ষতিপূরণ পাবেন না একীভূত ৫ ব্যাংকের শেয়ারহোল্ডাররা


পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়া ওই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা কেউ ক্ষতিপূরণ পাবেন না, এমনটিই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান গভর্নর।

গভর্নর বলেন, ‘পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে। ১০ টাকার মুখমূল্যের বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে ৪৫০ টাকা পর্যন্ত। ফলে এসব ব্যাংকের শেয়ারমূল্য কার্যত শূন্য। স্পনসর শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী—কেউ ক্ষতিপূরণ পাবেন না।’

গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, এসব ব্যাংককে আনুষ্ঠানিকভাবে নন-ভায়েবল বা অননুমোদনযোগ্য ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছে। এখন থেকে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসকদের অধীনে পরিচালিত হবে।

তিনি বলেন, ‘এই ব্যাংকগুলোর একীভূত প্রক্রিয়া শেষ হলে নতুন প্রতিষ্ঠানটি হবে শক্তিশালী, স্থিতিশীল ও সরকার-মালিকানাধীন। তবে চূড়ান্ত একীভূতকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিটি ব্যাংক পৃথকভাবে বেসরকারি ব্যাংক হিসেবেই পরিচালিত হবে।’

আমানতকারীদের সুরক্ষা প্রসঙ্গে মনসুর বলেন, দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা ১০০ শতাংশ টাকা তুলতে পারবেন। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। এর বিস্তারিত পরবর্তীতে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে টাকা তুলে না নিতে আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, ‘একীভূত ব্যাংকে আমানতের বিপরীতে বাজারদরভিত্তিক সুদহার বজায় থাকবে এবং ব্যাংকের কোনও কর্মচারী চাকরি হারাবেন না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না। ব্যাংকগুলোর পেমেন্ট, রেমিট্যান্স, এলসিসহ সব ধরনের কার্যক্রম আগের মতোই চলবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.