November 12, 2025, 7:40 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-11-12 18:09:57 BdST

জলবায়ু সহনশীল উদ্ভাবনে এলজিইডি অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড প্রদান


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৌশলীদের উদ্ভাবনী ধারণা ও উত্তম চর্চাকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো ‘এলজিইডি অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৫’।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)। এর উদ্দেশ্য ছিল জলবায়ু সহনশীল জ্ঞানকে মূলধারায় নিয়ে আসা, উদ্ভাবনী ধারণা ও বেস্ট প্র্যাকটিসগুলোকে ছড়িয়ে দেওয়া এবং প্রকৌশলীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান।

প্রতিযোগিতায় এলজিইডি সদর দপ্তর ও মাঠ পর্যায়ের মোট ৩৪ জন অংশগ্রহণকারী তিনটি বিষয়ে লেখা জমা দেন। মূল্যায়ন কমিটির সুপারিশে ইনোভেটিভ আইডিয়া বিভাগে ৯ জন, লেসন্স লার্নড বিভাগে ৫ জন এবং বেস্ট প্র্যাকটিস বিভাগে ৬ জনসহ মোট ২০ জন প্রকৌশলীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব জাবেদ করিম। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন। প্রধান প্রকৌশলী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করবে। নতুন ধারণাগুলোকে বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী গোলাম মোস্তাফা বলেন, ক্রিলিক এলজিইডির একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত হলে এটি হবে একটি পূর্ণাঙ্গ জ্ঞানভান্ডার, যা প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে এবং প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর মো. তৌহিদুর রহমান।

সভাপতি ও অতিথিদের ফুল ও সম্মানসূচক ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ক্রিম-ক্রিলিক প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক, নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী প্রকৌশলী পার্থ কুমার সরকার ও সহকারী প্রকৌশলী আফিফা সুলতানা প্রীতুল। এই প্রতিযোগিতার ধারণা ও আয়োজনে ক্রিলিক-আইডিসি টিমের হয়ে সার্বিক দায়িত্ব পালন করেন জি এম খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ এলজিইডিতে জলবায়ু অভিযোজন জ্ঞানকে আরও প্রাতিষ্ঠানিক করবে এবং ভবিষ্যতে টেকসই অবকাঠামো উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.